উত্তরদিনাজপুর

স্বনির্ভর সমিতির অধীনস্থ মহিলা প্রতিনিধিদের নিয়ে ১৭ তম বাৎসরিক সভা কালিয়াগঞ্জ পুরসভায়

পুর শহরের এলাকার বসবাস কারী মহিলাদের স্বনির্ভর করে তোলার প্রকল্প রাজ্য পর্যায়ে প্রথম সাড়িতে থাকা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার স্বনময়ী সমষ্টি উন্নয়ন সমিতি ও শ্রীমতি সমষ্টি উন্নয়ন সমিতির যৌথ বাৎসরিক সাধারন সভা অনুষ্টিত হল রবিবার দুপুরে। কালিয়াগঞ্জ পুর উৎসব ভবনে এই দুই সমিতির অধীনস্থ মহিলাদের প্রতিনিধিদের নিয়ে ১৭ তম বাৎসরিক সভা করা হয়। অনুষ্ঠানের সুচনা করেন কালিয়াগঞ্জ পুর প্রধান কার্তিক পাল, উপস্থিত ছিলেন উপ পুরপ্রধান বসন্ত রায়, পুর নির্ব্বাহীক আধিকারিক জনার্দ্ধন বর্মন ,বিরোধী দল নেতা অরুন দে সরকার সহ সমস্ত কাউন্সিলার। এছাড়াও উপস্থিত ছিলেন দুই সমিতির দায়িত্বে থাকা নিয়োজক অফিসার নন্দন কুমার পাল, স্বনময়ী সমষ্টি উন্নয়ন সমিতি চেয়ারপার্সন চন্দনা সরকার ও সম্পাদিকা রুনা সাহা ও শ্রীমতি সমষ্টি উন্নয়ন সমিতির চেয়ারপার্সান উমা পাল ,সম্পাদক সবিতা পাল। দুই সমিতির যৌথ সাধারন সভায় বিগত দিনের কাজকর্মের পরিসংখ্যার তুলে ধড়া হয়। বিগত ১৭ বছর ধরে কালিয়াগঞ্জ পুর শহরের ১৭টি ওয়ার্ডের মহিলাদের দল গড়ে সনির্ভরতার পেশায় যুক্ত করার কাজে নিয়জিত এই দুই সমিতির ৭১২টি দল গঠন হয়েছে। যার সদস্য সংখ্যা ১২ হাজার ৪৩ জন।

         এদিন পুরপ্রধান কার্তিক পাল জানান কালিয়াগঞ্জ পুর এলাকার ১৭টি ওয়ার্ডে মহিলাদের নিয়ে দুটি সমিতি গঠন হয়েছে। মহিলাদের স্বনির্ভর করার তাগিদে। শুধু দল গড়ে ঋন নিলেই হবে না,সময় মতো ঋন টাকা পরিশোধের সাথে স্বনির্ভর সেই কাজে এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনে স্বনির্ভর দল রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আগামী দিনে এই স্থান দখল করে রাখতে সচেষ্ট হবেন তারা বলে তিনি মনে করছেন।